খুলনার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস নিয়ে আসছেন নেতাকর্মীরা। এতে খুলনার প্রবেশদ্বারে যানজট দেখা দিচ্ছে। সমাবেশে আসা নেতাকর্মীদের বাস, গাড়ি, পিকআপ রাখার জন্য নির্দেশনা দিয়েছে বিএনপি।
এর মধ্যে বরিশাল বিভাগ ও বাগেরহাট জেলা থেকে আসা যানবাহন রূপসা ব্রীজ থেকে লবণচরা শিপইয়ার্ড হয়ে, রূপসা ট্রাফিক মোড় হয়ে খুলনা নতুন বাজার সংলগ্ন আভা সেন্টার পর্যন্ত গাড়ি থাকবে।
কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা জেলা থেকে আসা যানবাহন খুলনা আফিল গেইট হয়ে বাইপাসে না ঢুকে ফুলবাড়িগেট, নতুন রাস্তা হয়ে নিউজপ্রিন্ট মিল এর সামনে দিয়ে জোড়াগেট গরুর হাট থেকে শুরু করে লঞ্চ ঘাট (পুরাতন রেল স্টেশন) পর্যন্ত থাকবে।
সাতক্ষীরা জেলা, কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, দাকোপ, বটিয়াঘাটা উপজেলা থেকে আসা যানবাহন খুলনা জিরোপয়েন্ট থেকে মোস্তফা মোড় দিয়ে ঢুকে বয়রা মহিলা কলেজের সামনে দিয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ মাঠ এবং সিএমবি কলোনীর মাঠে গাড়ি থাকবে।
খুলনা গেজেট/হিমালয়/এএজে