খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

সমভোট পাওয়া ওয়ার্ডে বিজয়ী হলেন আবদুর রশিদ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমভোট পাওয়ায় গতকাল বৃহস্পতিবার পুনরায় ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তালা প্রতীক নিয়ে আবদুর রশিদ ৭৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবলুর রহমান ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৭ ভোট।
চলতি বছরের ১৬ মার্চ জীবননগর উপজেলার মনোহরপুরসহ ৬ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনোহরপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী বাবলুর রহমান ও  আবদুর রশিদ সমান ৫৬১টি করে ভোট পান।
সমভোট পাওয়ায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে চলে ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডে নারী-পুরুষ মিলে ভোটার ছিল ১ হাজার ৮৩৩ জন। গতকাল ভোট দেন ১ হাজার ৩৩৯ জন।  ৫টি বুথে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়।
প্রিসাইডিং অফিসার নুর আলম বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সংখ্যা সমাব হওয়ায় ফলাফল শূন্য ঘোষণা করা হয়। এ জন্য আজ আবার নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে তালা প্রতীক নিয়ে আবদুর রশিদ ৭৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!