ভারত-পাকিস্তান রেষারেষিতে শঙ্কা বাড়ছিল চ্যাম্পিয়নস ট্রফির আসর মাঠে গড়ানো নিয়ে। অবশেষে সেই শঙ্কা কাটল। আইসিসির মধ্যস্থতায় সমঝোতায় এসেছে ভারত-পাকিস্তান। ফলে টুর্নামেন্ট নিয়ে আর কোনো জটিলতা নেই। ভারতের দাবি মেনে হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। তবে পাকিস্তানের কিছু শর্তও পূরণ করতে হয়েছে ভারত ও আইসিসিকে।
ভারত-পাকিস্তানের সমঝোতা ও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এখনও আইসিসি, বিসিসিআই কিংবা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও দুই দেশের গণমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী জানা গেছে বিষয়টি।
ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইব্রিড মডেল অনুযায়ী ভারত ক্রিকেট দল পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আর হাইব্রিড মডেল মেনে নেওয়ার বিনিময়ে পাকিস্তানের দেওয়া শর্তও পূরণ হচ্ছে। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল। লিগ পর্যায়ে নিজেদের ম্যাচ খেলবে শ্রীলংকার কলম্বোয়।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিসিসিআইয়ের ভারত ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানো এবং চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলতে চাওয়ার বিনিময়ে পিসিবি পাকিস্তান দলের ভারতে না যাওয়ার যে শর্ত দিয়েছে, ২০২৭ পর্যন্ত তা মেনে নিচ্ছে আইসিসি। ২০২৬ সালে ভারত ও শ্রীলংকা যৌথভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। এই টুর্নামেন্টে ভারত–পাকিস্তান ম্যাচসহ পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলংকায়। আগামী বছরের সেপ্টেম্বর–অক্টোবরে ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে, এই টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য বিকল্প ভেন্যু নিয়ে পরে সিদ্ধান্ত হবে।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন অবশ্য নারী বিশ্বকাপ অন্য একটি খবর দিয়েছে। পিসিবি হাইব্রিড মডেল মেনে নেওয়ায় ছেলেদের ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ তো পাকিস্তান দল কলম্বোয় খেলবেই, সেই সঙ্গে ২০২৭–৩১ সময়ে পাকিস্তানকে মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগও দেওয়া হবে। তবে চ্যাম্পিয়নস ট্রফির কিছু ম্যাচ দুবাইয়ে আয়োজন করার কারণে বিশেষভাবে আর্থিক ক্ষতিপূরণ পাবে না পিসিবি।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই। আরব আমিরাতে হবে ভারতের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল। আর এক সেমিফাইনালসহ মোট ১০ ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। ৮ দলের টুর্নামেন্টে ভারত, পাকিস্তান আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান।
প্রাথমিক সূচি অনুসারে, ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ শেষ হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। আজ বিসিসিআই ও পিসিবির সঙ্গে আইসিসির বৈঠকের পর চূড়ান্ত সূচি প্রকাশ হতে পারে। এমন খবর জানা গেছে দুই দেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।
খুলনা গেজেট/এনএম