খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

সপ্তমবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাধিকবার জয়ের দেখা পেলেও ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে একবারও তাদের বিপক্ষে জয়ের দেখা পায় নি বাংলাদেশ। এখন পর্যন্ত মোট ছয়বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হলেও টাইগারদের জয়ের সংখ্যা শূন্যই রয়ে গেছে৷

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে বরাবরই নাজেহাল অবস্থা বাংলাদেশের। বড় দলের বিপক্ষে খুবই অল্প সংখ্যক টি-২০ ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। দলের ব্যর্থতার পিছনে এটাকেও একটা অজুহাত হিসাবে দাঁড় করাতে পারেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা৷ এতোদিন ধরে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে খেলে আসার পরও বাংলাদেশ দল যে মাত্র ছয়বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার!

সুপার টুয়েলভের নিজেদের চতুর্থ ম্যাচের মাধ্যমে আজ সপ্তমবারের মত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ৷ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষের এই সপ্তম দেখায় আগের সব হিসাব পাল্টে দেওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল৷ এই উপলক্ষে চলুন দেখে আসি আগের ছয় দক্ষিণ আফ্রিকা সাক্ষাতে বাংলাদেশ দলের সাতটি উল্লেখযোগ্য পরিসংখ্যান।

১) আগের ছয় ম্যাচের সবগুলাতেই ছিলেন মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান৷ মুশফিক সেই ছয় ইনিংসে মাত্র ১০.৫ গড়ে করেছেন ৬৩ রান৷ ওই ছয় ইনিংসে সাকিবের রান সংখ্যা ১২ গড়ে ৭২৷ সেই সাথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ৭।

২) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র দুই ইনিংস খেলে সবচেয়ে বেশি গড় মোহাম্মদ সাইফ উদ্দিনের ৷ এক ইনিংসে অপরাজিত ৩৯ রানসহ সাইফ দুই ইনিংসে ৬২ গড়ে করেছেন ৬২ রান৷ ৪৪.৫ গড় নিয়ে দ্বিতীয় নাম্বারে আছেন সৌম্য সরকার।

৩) দক্ষিণ আফ্রিকাকে পেলেই জ্বলে উঠা সৌম্য সরকারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক৷ দুই ইনিংসে যথাক্রমে ৪৪ ও ৪৭ রান করা সৌম্যের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোট রান ৯১৷ স্ট্রাইক রেটের হিসাবেও তিনিই সবচেয়ে সেরা৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সৌম্যের স্ট্রাইক রেট ১৫৬.৫।

৪) সবচেয়ে বেশি ম্যাচ খেলা সাকিব আল হাসানই বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক৷ সাকিবের ঝুলিতে আছে ৭ জন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের উইকেট। ছয় উইকেট নিয়ে দ্বিতীয় নাম্বারে আছেন আব্দুর রাজ্জাক৷

৫) তিনজন আলাদা আলাদা অধিনায়কের নেতৃত্বে এই ছয় ম্যাচ খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা এবং মোহাম্মদ আশরাফুল প্রত্যেকেই সমান দুই ম্যাচ করেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবং সবাই জয় বঞ্চিতই থেকেছেন৷ মাহমুদউল্লাহ রিয়াদের এইটাই প্রথম দক্ষিণ আফ্রিকা মিশন৷

৬) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে একবার ও পরে ব্যাট করে মোট পাঁচবার ম্যাচ হেরেছে বাংলাদেশ। উইকেটের হিসাবে সবচেয়ে বড় হার ৭ উইকেটে। রানের হিসাবে সর্বোচ্চ ৮৩ রানে বাংলাদেশকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

৭) টি-২০ বিশ্বকাপে এর আগে একবারই মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা৷ ক্যাপ টাউনের সেই ম্যাচে ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছিলো স্বাগতিকরা৷




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!