প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেছে, আর দ্বিতীয় ওয়ানডে জিতে ইংল্যান্ড। তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১-এ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন অঘোষিত ফাইনাল। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় আজ বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
২০১৫ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল তারা। এরপর দুবার ইংল্যান্ডের বিপক্ষে খেললেও, দুটি সিরিজই হারে অসিরা। ২০১৮ সালে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের মাটিতে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে ৮৩ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড জিতে ৬৩ ম্যাচে।
ইংল্যান্ড : ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস ও মার্ক উড।
অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়নিস, এন্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
খুলনা গেজেট/এএমআর