খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

সন্ত্রাসী হামলায় আহত বিএল কলেজ শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীদের হামলায় আহত বিএল কলেজ শিক্ষার্থী আল আমিন(১৮) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ১৯ নভেম্বর নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের মামা আঃ সামাদ মোল্লা বাদী হয়ে ২৩ জনকে আসামী করে দৌলতপুর থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এজাহারভুক্ত আসামীরা হলো-পশ্চিমপাড়ার বাসিন্দা করিম মোল্লার ছেলে মাহবুব(৩৪), পুটুমের ছেলে লব(২০), শহীদ মোল্লার ছেলে আশরাফুল(২৩)এবং অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন।

এজাহারে উল্লেখ করা হয়, ১৯ নভেম্বর সন্ধ্যায় বাদীসহ তার ভাগ্নে কলেজ ছাত্র আল আমিন মহেশ্বরপাশা পশ্চিম পাড়া জনৈক আহসান হাবিবের চায়ের দোকানে বসে ছিলেন। সন্ধ্যা ৭টায় পূর্ব শত্রুতার জের ধরে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত আল আমিনকে কথা আছে বলে পাশে ডেকে নিয়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে কিল ঘুষি ও লাঠি দিয়ে উর্পযুপরি পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে বাদীসহ পাশের লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি তাকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার মামা মোশাররফ হোসেন জানান, বর্তমানে ভিকটিমের অবস্থা সংকটাপন্ন। মাথার তিন স্থান ফেটে গেছে। সে মুখে কথা বলতে পারছে না। ক্রমে তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তার সুস্থতার জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন। ভিকটিম বিএল কলেজের এমএ প্রথম বর্ষের কমার্স বিভাগে ছাত্র।

মামলাটি তদন্ত করছেন এসআই মনিরুজ্জামান মিলন। তিনি বলেন, আসামীদের গ্রেফতারের ব্যাপারে প্রথমে ডিজিটাল ব্যবস্থা ব্যর্থ হয়ে এখন সরাসরি অভিযানে নামা হয়েছে। শিগগিরই আসামী গ্রেফতার সম্ভব হবে। আর ভিকটিমের অবস্থা আশংকাজনক। সে ঢাকা মেডিকেল কলেজে আইসিইউতে চিকিৎসাধীন আছে। তবে তার জবানবন্দী গ্রহন করা সম্ভব হয়নি কারণ হিসেবে তিনি জানান, খুমেক হাসপাতালে ভর্তির পর ভিকটিমের অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!