জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছেন তিনি। রোববার (৪ মে) সন্ধ্যায় গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে চৌরাস্তা এলাকায় রাত ৮টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপির নেতাকর্মীরা।
দুর্বৃত্তদের হামলায় হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে কনুইয়ের কয়েক জায়গায় কেটে গিয়ে আহত হন তিনি। এরপর দ্রুত হাসনাতের গাড়িবহর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে গিয়ে আশ্রয় নেয়। পরে সেখান থেকে ঢাকায় চলে যান তাঁরা।
সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ।
হান্নান মাসউদ তাঁর পোস্টে লিখেন, ‘গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।’
একই তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমও নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে। তিনি লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
ঘটনার সময় গাড়িতে আরও দুজন আরোহী ছিলেন বলে জানা গেলেও তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হামলার কিছু সময় আগে হাসনাত আবদুল্লাহ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালনা এলাকা থেকে ফিরছিলেন। এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, হামলাটির উদ্দেশ্য এবং কারা এর সঙ্গে জড়িত—সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে গোটা ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ওসি বলেন, তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ হয়েছে এবং গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। এ বিষয়ে আমরা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছি।
এ বিষয়ে এনসিপির গাজীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, হাসনাত আব্দুল্লাহ ঢাকা ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি নির্জন এলাকায় যুবলীগ-ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গাড়িতে হামলা করে। গাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় হাসনাত আব্দুল্লাহ হামলায় আহত হন। খবর পেয়ে এনসিপির গাজীপুরের কর্মীরা হাসনাত আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকায় পাঠিয়ে দেন।
হামলার প্রতিবাদে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে রবিবার (৪ মে) দিনগত রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, সন্ত্রাসী দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে যখন এনসিপি সোচ্চার হয়েছে, তখনই হামলা করা হচ্ছে। যত বাধাই আসুক আওয়ামী লীগকে এ দেশে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগনেতাদের ফাঁসি এবং নিষিদ্ধ চায় এনসিপি।