নগরীর খানজাহান আলী থানা এলাকায় সন্তানের বিরুদ্ধে নিজের বৃদ্ধা মা’কে নির্যাতনের অভিযোগ উঠেছে। শিরোমনি পূর্বপাড়ার বাসিন্দা ও বন্ধকৃত মহসেন জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক জালাল শেখের স্ত্রী মনোয়ারা বেগমকে (৭০) তার ছেলে নির্যাতন করেছেন বলে ভুক্তভোগী জানিয়েছেন।
জালাল শেখ স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘বড় ছেলে উজ্জলের কাছে স্বামীর জমি বিক্রি করা ৪ লাখ ৩৭ হাজার টাকা জমা রাখা হয়। টাকা দেয়ার সময় ষ্টাম্পে লিখিত থাকে আমার স্বামী এবং আমি জীবিত থাকা কালিন আমাদের ভরণ পোষণসহ যাবতীয় দায়িত্ব বড় ছেলে উজ্জল পালন করবে। কিন্তু বড় ছেলে উজ্জল ভরণ পোষণতো দেয়ই না উপরন্ত ঔষধ পত্র বা কোন কিছু চাইলে ঘাড় ধরে ধাক্কা দেয়। এ নিয়ে চার বার নিজের ছেলের হাতে মার খেলাম।’
মনোয়ারা বেগমের বড় মেয়ে মোসাঃ বেগম (৪৫) বলেন, ‘আমার পিতার জমি বিক্রি করে আমরা ৫ ভাইবোন সিদ্ধান্ত নিয়ে বড় ভাই উজ্জলের কাছে ৪ লাখ ৩৭ হাজার টাকা দিয়েছিলাম মা বাবা যত দিন বেঁচে থাকবে তাদের ভরণ পোষণসহ যাবতীয় খরচ বহন করার জন্য। কিন্তু বড় ভাই উজ্জল সেটা না করে উল্টো মা’কে মারধর করে।’
এ ব্যাপারে অভিযুক্ত ছেলে উজ্জলের নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
এ ব্যাপারে এলাকার জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
খুলনা গেজেট/এনএম