খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে অধ্যয়নরত ২৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ আবদুল করিম বুধবার সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, সমাজবিজ্ঞান স্কুলের ডিন ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ শারাফাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
খুলনা গেজেট/এনএম