খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আজ বুধবার কুয়েটে যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার ।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সকাল ৯টায় শিক্ষা উপদেষ্টার কুয়েটে যাওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা কুয়েটের আন্দোলন ও অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা উষ্ম আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়বেন এবং তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অনশন প্রত্যাহার করার অনুরোধ করছি। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রতি উদ্বেগের কথাও তাদের জানান উপদেষ্টা।
এদিকে কুয়েট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল আজ বুধবার কুয়েটে আসবেন। গতকাল মঙ্গলবার ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান, সদস্য সচিব শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং কমিটির সদস্য ও ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমানকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
খুলনা গেজেট/এইচ