বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছে ছাত্র-জনতা। এখন চলছে মঞ্চ তৈরির কাজ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, শহীদ মিনার চত্বরে ছাত্র-জনতা মিলিয়ে কয়েকশ মানুষ রয়েছেন। বেশিরভাগেই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শহীদ মিনারের মূল বেদীতে চলছে মঞ্চ তৈরির কাজ, বসানো হচ্ছে সাউন্ড বক্স। অনেককে সে কাজে শামিল হতে দেখা গেছে।
এক দল শিক্ষার্থীকে দেখা গেলো ব্যানার সহকারে মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে। তারা এসেই চত্বরে অবস্থান নিয়ে স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মৌলভীবাজার থেকে আসা শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, তারা প্রায় ৩০০ শিক্ষার্থী শহীদ মিনারের এসেছেন।
খুলনা গেজেট/এনএম