খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

সংখ্যালঘুদের জন্য হটলাইন চালু হচ্ছে আজ, কমবে হজের খরচ

গেজেট ডেস্ক

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় রোববার থেকে হটলাইন চালু করতে যাচ্ছে সরকার। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ও পরামর্শের প্রেক্ষিতে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, কোথাও যদি সংখ্যালঘুদের ওপর কোনো হামলা বা সহিংসতার ঘটনা ঘটে হটলাইনে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা।

ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘর, উপাসনালয়ে হামলার খবর আসছে’ মন্তব্য করে তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করার পাঁয়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে।’ ‘এর সাথে গুজবও যুক্ত হয়েছে,’ যোগ করেন তিনি।

উপদেষ্টা বলেন, যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে চায় সরকার।

হজ্জ নিয়ে সিন্ডিকেটধারীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমার পরিকল্পনার ভিতর আছে, আমি একটু দেখতে চাই কেন বাংলাদেশ থেকে হজ্জে গেলে এতো বিরাট এমাউন্ট লাগে। আমরা আগে শুনেছি একটা সিন্ডিকেট আছে। আমি একটু দেখতে চাই সিন্ডিকেট কারা? কারা এই পবিত্র ইবাদতকে নিয়ে সিন্ডিকেট করে প্লেনের টিকেট বিক্রি করে!  অথচ অন্যান্য দেশে আরও কম খরচে হজ্জ করা যায়।

তিনি জানান, ‘কালকে দায়িত্ব নেব, আমি আরও ফাইলপত্র দেখব। কোনো অন্যায় সিন্ডিকেট যদি থাকে, আমরা এটা ভেঙ্গে দেয়ার জন্য সচেষ্ট হব। এর সাথে যারা যুক্ত তাদেরকে আমরা আইনের আওতায় আনব।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘এমনও হয়ে থাকে যে টাকা দেওয়ার পরেও অনেক মানুষ হজ্জে যেতে পারে না। কি হল! আমরা এটা দেখতে চাই। হজ্জ ও ওমরা যাতে মানুষ সহজভাবে কম খরচে করতে পারে সেজন্য আমরা সহজতর করতে চাই ব্যবস্থাপানা। যদি মাঝখানে মধ্যসত্বভুগী থাকে বা সিন্ডিকেট থাকে তা আমরা নজরে আনব। আমরা কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করব না।’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!