খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার
শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনা সভায় সিটি মেয়র

“ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কেউ বন্দি রাখতে পারেনি”

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কেউ বন্দি করে রাখতে পারেনি। আন্দোলনমূখর বাংলার মানুষ তাদের ছাড়িয়ে এনেছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের অত্যাচার নির্যাতনের ফলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিলো। মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণা করে রাজনীতি নিষিদ্ধ করে দেয়। ১৬ জুলাই মিথ্যা মামলা দিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা আজকের প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে সংসদ ভবনে কারাবন্দি করে রাখে। সেখানে নেত্রী অসুস্থ হয়ে যান। নেত্রীকে কারামুক্ত করতে আওয়ামী লীগের নেতৃত্বে সারা দেশে আন্দোলন শুরু হয়।

আন্দোলনের চাপে তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রিয় নেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয়। নেত্রী মুক্তি পাওয়ার পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। সেই থেকেই অত্যন্ত সফলতার সাথে দেশে পরিচালনা করে আসছেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সকল লোভ লালসা আর স্বার্থের উর্ধ্বে থেকে জননেত্রী শেখ হাসিনার গৃহিত উন্নয়ন কর্মকা-কে অব্যহত রাখতে হবে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ সিদ্দিকুর রহমান, নুর ইসলাম বন্দ, এ্যাড. আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, এ্যাড. খন্দকার মজিবর রহমান, এ্যাড. অলোকা নন্দা দাস, মো. জাহাঙ্গীর হোসেন খান, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, তসলিম আহমেদ আশা, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আসাদুজ্জামান রাসেল, চৌধুরী মিনহাজ উজজামান সজল, এ্যাড. ফারুক হোসেন, আলহাজ্ব শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, ওয়াহিদুজ্জামান পলাশ, মো. কামরুল ইসলাম, কবীর পাঠান, রাশিদুল ইসলাম রিপন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মাসুমুর রশীদ, মো. ইকতিয়ার মোল্লা, মাহামুদুর রহমান শাওন, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেশ, মো. শাহীন আলম।

পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহানগর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, আলহাজ্ব শেখ মজনু, কাউন্সিলর মনিরা বেগমের সুস্থ্যতা ও দীর্ঘায়ূ এবং শ্রমিক নেতা আব্দুস সোবহানের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!