শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করার পরপরেই তার অনুগতরা তাণ্ডব চালিয়েছে। এতে কলম্বোতে কয়েক ডজন সরকারবিরোধী বিক্ষোভকারী আহত হয়েছেন। সংঘর্ষে শাসক দলের একজন এমপি নিহত হয়েছেন। আহতদের অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৯ মে) রাজধানী কলম্বোর কাছের নিত্তামবুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, অমরাকীর্থি আথুকোরালা নামের এক এমপি নিত্তামবুয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন। এ সময় তার গাড়ির সমনে বিক্ষোভকারীরা অবস্থান নিলে তিনি গুলি করা শুরু করেন। এতে দুই বিক্ষোভকারী গুরুতর আহত হন। একপর্যায়ে কাছের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন এমপি অমরাকীর্থি। পরে সেখানে তার মরদেহ পাওয়া যায়।
এদিকে আজ সোমবার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।
শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে জানায়, কিছু সময় আগেই তিনি পদত্যাগ করেছেন। দেশজুড়ে চলমান বিক্ষোভের কারণে দ্বিতীয় দফায় কারফিউ জারি করা হয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর এল।
জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট ও মাহিন্দা রাজাপক্ষের ভাই গোতাবায়া রাজাপক্ষের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত নেন।
ব্যাপক মুদ্রাস্ফীতি ও আমদানি করা খাদ্য, জ্বালানি ও ওষুধ-সংকটের কারণে শ্রীলঙ্কায় এক মাসের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর আর কখনোই এমন সংকটের মুখে পড়েনি শ্রীলঙ্কা। এই সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে দেশটির জনগণ।