শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল চূড়ান্তকরণ নিয়ে ঝামেলার মাঝে পড়ে গেছেন নির্বাচকরা। যেহেতু গত ৫ মাস তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা খেলার মাঝে নেই। তাই প্রস্তুতি ম্যাচ দেখেই দল চূড়ান্তকরণের কথা জানিয়েছেন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
মূলত এই সময়ে খেলোয়াড়দের কার কেমন ফিটনেস ও ফর্ম- সেটি দেখার জন্যেই প্রস্তুতি ম্যাচের অপেক্ষা। বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে খেলবে তিনটি টেস্ট। সেই লক্ষ্যে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্পের পরই মুমিনুল হকদের ঢাকা ছাড়ার কথা ২৮ সেপ্টেম্বর। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর আমরা আর খেলার সুযোগ পাইনি। এমনকি অনুশীলনও করিনি। তাই এই মুহূর্তে আমরা অভিজ্ঞতাকেই বেশি মূল্য দিচ্ছি।’
তাই শ্রীলঙ্কায় যে কটি প্রস্তুতি ম্যাচ হবে, সেগুলো দেখার পরেই দল চূড়ান্তের কথা বলেছেন মিনহাজুল আবেদীন, ‘শ্রীলঙ্কায় আমাদের বেশ কিছু প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেখানে বর্ধিত প্রাথমিক দল নিয়েই যাবো। যাওয়ার পর আমরা টেস্টের মূল দল ঘোষণা করবো। আগে দেখতে হবে ছেলেরা কীভাবে নিজেদের মানিয়ে নেয়।’
মিনহাজুল আবেদীন আরও জানিয়েছেন, তারা ৩৮ জনের প্রাথমিক একটা দল তৈরি করেছেন। যাদের সবাইকেই করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সঙ্গে আরও বলেছেন, ‘যেহেতু আমাদের সঙ্গে ২৪ জনের হাইপারফরম্যান্স দলটিও যাচ্ছে। তাই কোনও ধরনের জরুরি প্রয়োজন হলে সেখান থেকেও কাউকে দলে নেওয়া যাবে।’
খুলনা গেজেট/এএমআর