জাতীয় ক্রিকেট দলের সাথে আগামী মাসে একই সাথে শ্রীলঙ্কায় যাবে বিসিবির হাই পারফরমেন্স দল। টাইগার মুল স্কোয়াডের সাথে প্রস্তুতি ম্যাচের পাশাপাশি শ্রীলঙ্কায় স্বাগতিক এইচপি টিমের সাথে ২টি চারদিনের ও ৩টি একদিনের ম্যাচ খেলবে বিসিবি এইচপি টিম। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দুই বোর্ডের একাধিক সূত্র সূচি নিশ্চিত করেছে। শ্রীলঙ্কায় মূল দলের সিরিজ শুরু হবে আগামী ২৪ অক্টোবর। তার আগেই শ্রীলঙ্কায় স্বাগতিক এইচপি টিমের বিপক্ষে বিসিবি এইচপি মাঠে নামবে ১৬ অক্টোবর। চারদিনের ম্যাচ দিয়ে এ সিরিজ শুরু হবে।
জাতীয় এবং এইচপি স্কোয়াড মিলে ৪৪ জন ক্রিকেটার নিয়ে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় যাওয়ার আগে রাজধানীতে দুই দলের কন্ডিশনিং ক্যাম্প হবে ১৫ দিনের মতো। শ্রীলঙ্কায় কন্ডিশনিং ক্যাম্প শেষে এইচপি স্কোয়াড আলাদা হবে ১২ অক্টোবর। চার দিন পর চার দিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু। ১৬ থেকে ১৯ অক্টোবর প্রথম ম্যাচ। দ্বিতীয় আন-অফিশিয়াল টেস্ট ম্য্যাচটি হবে ২৩ থেকে ২৬ অক্টোবর। ২৯ অক্টোবর প্রথম ওয়ানডে। বাকি ওয়ানডে দুটি হবে ১ ও ৪ নভেম্বর।
সিরিজের জন্য শ্রীলঙ্কার অধীনে যাওয়ার আগে ২৪ সদস্যের স্কোয়াড ছোট করে আনা হবে ১৫ থেকে ১৭ জনে। ওয়ানডে সিরিজ মাথায় রেখে দু’জন ক্রিকেটার বেশি রাখতে চাইছে এইচপি বিভাগ। রাজধানী কলম্বোতে হবে সিরিজের সবকটি ম্যাচ। মূল স্কোয়াডের বাইরের খেলোয়াড়রা দেশে ফিরে আসবেন।
এরই মধ্যে এইচপি টিমের মূল কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে টবি রেডফোর্ডকে। নতুন কোচ আসার পর মূল পরিকল্পনা পাওয়া যাবে। নতুন কোচের ঢাকায় আসার কথা ২ সেপ্টেম্বর। কোয়ারেন্টাইন শেষ করে নির্বাচকদের সঙ্গে বৈঠক করে খেলোয়াড়দের সম্পর্কে জেনে নেওয়া এবং প্র্যাকটিস সূচি বানাতে হবে তাকে।
খুলনা গেজেট/এএমআর