বিক্ষোভকারীদের তোপের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দেশটিতে।
মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাদের খাবার নেই। ওষুধ নেই। স্কুল বন্ধ। সরকারি অফিসগুলো বন্ধ। শুধু অত্যাবশ্যক এমন সার্ভিস যেমন চিকিৎসক ও খাদ্য পরিবহনখাতে যারা যুক্ত তাদেরকে তেল দেয়ার কথা বলা হয়েছে।
কিন্তু এর ফলে যেসব মানুষ টুক-টুক নামের তিন চাকার গাড়ি চালিয়ে সংসার চালান, জীবিকা নির্বাহ করেন, তারা সহ সব শ্রেণির মানুষ জীবনের সঙ্গে যুদ্ধ করছেন। এ অবস্থায় আজ প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করেন তারা।
প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার ফলে এখন অসহায় হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। তিনি পরিস্থিতি মোকাবিলায় এবং অবিলম্বে একটি সমাধান বের করার জন্য সরকারের অংশীদার দলগুলোর নেতাদের জরুরি বৈঠক আহব্বান করেছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর।
খুলনা গেজেট/ এস আই