খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও পদত্যাগ করলেন

আন্তর্জাতিক ডেস্ক

পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দ ক্যাবরাল। সরকারের সকল মন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা এলো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছ থেকেও।

ভয়াবহ অর্থনৈতিক সংকট সমাধানে সরকারের তরফ থেকে কার্যকরি কোনো ব্যবস্থাই নেয়া হচ্ছে না। এমতাবস্থায় জনরোষ গিয়ে পড়েছে প্রেসিডেন্ট গোটবাইয়া রাজাপাকসে ও তার সরকারের সঙ্গে ঘনিষ্টদের ওপরে।

ব্লুমবার্গ জানিয়েছে, এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোটাবাইয়ার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন অজিত। এরপর এক টুইটার পোস্টে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। তবে প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা তা এখনো জানা যায়নি।

গত বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পান অজিত।

তিনি যখন এই দায়িত্ব পান তখন শ্রীলঙ্কা এরইমধ্যে ডুবতে শুরু করেছে। ফরেন এক্সচেঞ্জ সংকট দেখা দিয়েছে তারও অনেক আগেই।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!