আসন্ন শ্রীলংকা সফরকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এতোদিন একক অনুশীলন করলেও সম্প্রতি গ্রুপ অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা।
লঙ্কা সফরকে কেন্দ্র করে চলা অনুশীলনে বেশ সন্তুষ্ট জাতীয় দলের তরূণ পেসার আল আমিন হোসেন। সেই সঙ্গে লম্বা সময় পর সবাই মিলে অনুশীলন করতে পেরে বেশ খুশি এই পেসার। পুরোদমে শুরু হওয়া অনুশীলনের ফলে শ্রীলংকা সফরে ভালো কিছু করতেও আত্মপ্রত্যয়ী তিনি। শনিবার সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন আল আমিন হোসেন।
আল আমিন বলেন, ‘আমরা গত দুই সপ্তাহ একক অনুশীলন করেছিল। আর এই সপ্তাহটা আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি। এজন্য আসলে নিজেদের ভেতর স্বস্তি লাগছে। কেননা এতোদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি।’
‘আমরা এতোদিন ভার্চুয়ালি কোচদের সঙ্গে মিটিং করেছিলাম। যেভাবে দিক নির্দেশনা দেয়া হচ্ছিলো সেভাবে চলছিলাম। আর এখন মাঠের অনুশীলন পুরোদমে শুরু হয়েছে। সামনের সপ্তাহ থেকে আরও ভালোভাবে শুরু হবে। সবকিছু মিলিয়ে সামনে যে শ্রীলংকা সিরিজ আসছে সে জন্য বেশ ভালো অনুশীলন হচ্ছে।’
একই সঙ্গে আগামী সপ্তাহ থেকে কোচিং স্টাফদের পাওয়ার সংবাদে লঙ্কা সফরে বেশ ভালো কিছুর আশা করছেন এই ক্রিকেটার।
তিনি আর বলেন, ‘আগামী সপ্তাহ থেকে আমাদের কোচিং স্টাফ যারা রয়েছেন তারা আমাদের মাঝে চলে আসবেন। তো সামনে থেকে আমরা আশা করছি আরও ভালো অনুশীলন করতে পারবো। এবং আরও ভালো করে শ্রীলংকা সফরের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবো।’
খুলনা গেজেট/এএমআর