খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে : সুপ্রিম কোর্ট
  সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে
  ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

শ্রমিকের অধিকার

মুফতি রবিউল ইসলাম রাফে

প্রচন্ড রদ্দুর ষাটোর্ধ মজদুর
মনোবল দুর্দান্ত
ভাঙ্গা চোয়াল পোড়া মুখ-কোঠরাগত দু’চোখ
দেহখানি বিধ্বস্ত।।

কৃশকায় ঘামে ভেজা-মাথায় ইটের বোঝা
হেটে চলে প্রকম্পিত
শততলা ইমারত-পথঘাট মেরামত
খনন কাজে নিয়োজিত ।।

জীবনের সব ঢেলে-দেশটাকে তিলেতিলে
করেছে শিল্পোন্নত
খনি বন্দর ব্রীজ-মিল ইন্ডাসট্রিজ
সবখানে খেটে ক্লান্ত ।।

ক্ষুধার্ত তার উদার-জীবন মানবেতর
ভয়হীন সে মৃত্যুতে
সে যেন রোবট ক্রেন-কার্গো জাহাজ ট্রেন
শুন্যে উঠায় দু’হাতে ।।

সাথে হাতুড়ি হামার-শ্রমিক মজুর আর
বন্দুক হাতে সৈন্য
দু’জনই মরতে রাজি-রেখেছে জীবন বাজি
দেশ ও জাতির জন্য।।

শ্রমজীবি জনতার-বঞ্চিত অধিকার
অচিরেই দাও ফিরিয়ে
নয়তো প্রহার গুণো-ক্রোধের আগুন যেন
তখত না দেয় জ্বালিয়ে ।।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!