খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

শ্রমিক সংহতির তথ্য : ছাত্র-জনতার অভ্যুত্থানে ২৬ পোশাককর্মী নিহত

গেজেট ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২৬ জন পোশাক শ্রমিক নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর হাতিরপুলে সংগঠনটি তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করে। ‘পোশাক খাতের চলমান পরিস্থিতি ও করণীয় এবং গণঅভ্যুত্থানে নিহত পোশাক শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’ শিরোনামে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় বলা হয়, নিহত ২৬ পোশাককর্মীর মধ্যে ঢাকার আশুলিয়ায় ৬ জন, গাজীপুরে ৬ জন এবং নারায়ণগঞ্জে ১৪ জন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার। উপস্থিত ছিলেন সহসভাপ্রধান অঞ্জন দাস, সহসাধারণ সম্পাদক এফ এম নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা, আশুলিয়া শাখার সভাপ্রধান জিয়াদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক হজরত বিল্লালসহ নেতারা। সংগঠনের পক্ষ থেকে অনতিবিলম্বে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ন্যায্য দাবি পূরণ, মজুরি মূল্যায়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।

আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত শান্তা গার্মেন্টের কর্মী সুমন ইসলামের বোন মনিকা এ সময় বলেন, প্রতিবাদ করার কারণে আর কোনো শ্রমিকের বুকে যেন গুলি না লাগে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!