খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

শ্রদ্ধা ও ভালবাসায় সেক্টর ডেপুটি কমান্ডার ইউনুস আলী ইনুকে চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক

মা-মাটি-মানুষের জন্যে স্বাধীন স্বপ্নে জীবনবাজী রেখে ৭১’ সালের রণাঙ্গণে ঝাঁপিয়ে পড়েছিলেন ৯নং সেক্টরের ডেপুটি কমান্ডার ইউনুস আলী ইনু। আজ এই বীরসেনানীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে ফুলেল শ্রদ্ধায় আর ভালবাসায় চিরবিদায় দেয়া হল। রবিবার জোহরবাদ খুলনার দৌলতপুরের সবুজ সংঘ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী ইনু (৮০) শনিবার দিবাগত রাত (১৬ আগস্ট) পৌনে একটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী)। বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থ্যতায় গত ৩ আগস্ট থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কণ্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বাগেরহাট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর ও সরদার মাহাবুবার রহমান, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ রন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, নগর আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, দৌলতপুর থানা আ’লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আ’লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, আ’লীগ নেতা মোজাম্মেল হক হাওলাদার, শহীদুল ইসলাম বন্দ, নগর যুবলীগ আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ, মনিরুজ্জামান খান খোকন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, কাউন্সিলর শামসুজ্জামান প্রিন্স, এমএ সেলিম, শাহিন জামাল পন, হাবিবুর রহমান হাবিব, শেখ আশরাফুজ্জামান খোকন, শাহাবুদ্দিন আহম্মেদ, আছিফুর রশিদ আছিফ, মফিজুর রহমান হিরু, শাহাদাত মিনা, মনিরুল ইসলাম তরফদার, মফিজুর রহমান জিবলু মোড়ল, আব্দুর রউফ মোড়ল, মাকসুদ হাসান পিকু, হারুন অর রশিদ, আবু জাফর হাওলাদার, জাফর ইকবাল মিলন, শেখ রেজাউল ও শেখ অহিদুজ্জামানসহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা প্রশাসনের প্রতিনিধি, খুলনার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিক, উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মী, মরহুমের আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

প্রসঙ্গত, ইউনুস আলী ইনু খুলনা মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, যুদ্ধকালীন বৃহত্তর খুলনা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার এবং মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের ডেপুটি কমান্ডার ছিলেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!