খুলনা, বাংলাদেশ | ৩ কার্তিক, ১৪৩১ | ১৯ অক্টোবর, ২০২৪

Breaking News

  যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সংলাপে অংশ নিয়েছে গণফোরাম
  জুলাই-আগস্ট গণহত্যার তথ্য সংগ্রহে সরকারের গণবিজ্ঞপ্তি জারি
  গণফোরাম, এলডিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ বিকালে
  শিক্ষার্থী ইকরামুল হত্যা : কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে

শ্রদ্ধা ও ভালবাসায় শিক্ষাবিদ শরীফ শামসুর রহমানের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনার সর্বস্তরের মানুষের শোক-শ্রদ্ধা ও ভালবাসায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ্ কামাল তাজের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ সামছুর রহমানের (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার জোহরবাদ নগরীর টুটপাড়া কবরস্থানে মরহুমের দাফন করা হয়। এরআগে, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের গ্রামের বাড়ীর পাশে জামে মসজিদে প্রথম ও তেরখাদা উপজেলা সদরের ইখড়ি কাটেঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজে জানাজা সকালে অনুষ্ঠিত হয়েছিল।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন- আমরা তো আল্লাহর এবং আল্লাহরই কাছেই ফিরে যাব)। বার্ধক্যজনিত কারণে গত ২৪ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তৃতীয় নামাজে জানাজায় উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্যা আবুল বাসার, জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, নগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, জাফরউল্লাহ খান সাচ্চু, মোঃ মুশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর, ক্রীড়া প্রতিবেদক আব্দুল্লাহ্ আল মামুন রুবেল, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মোল্যা খায়রুল ইসলাম, এম সাইফুর রহমান মিন্টু, শফিকুল ইসলাম তুহিন, অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, শাহিনুল ইসলাম পাখী, সাজ্জাদ আহসান তোতন, ইউসুফ হারুন মজনু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, নুরুল হুদা খান বাবু, সাবেক ভিপি এ্যাড. জাকির হোসেন, মরহুমের শ্যালক শেখ আনিসুজ্জামান, সময়ের খবর’র রিপোর্টার রামিম চৌধুরী, ব্যবস্থাপক মোঃ লাবু ইসলাম ও কেএম আব্দুল আওয়ালসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি সাবেক-বর্তমান কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী-সামাজিক ও উন্নয়নমুলক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, মরহুমের আত্মীয়-স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশ নেন। তৃতীয় নামাজে জানাজায় ইমামতি করেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ খ ম যাকারিয়া।

প্রসঙ্গত্ব, শিক্ষাবিদ অধ্যক্ষ শরীফ শামসুর রহমান বর্ণাঢ্য কর্মজীবনে নর্থ খুলনা ডিগ্রি কলেজ, পাইকগাছার কপিলমুনি কলেজ, পিরোজপুরের মঠবাড়িয়া কলেজ, তেরখাদা গার্লস্ স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেন। শুরুতেই তিনি নর্থ খুলনা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি আলীম জুটমিল, যশোরের জেজেআই জুটমিল ও রাজশাহী জুটমিলের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ কেবল শিল্প ইন্ডাস্ট্রিজ’র ম্যানেজার (এডমিনিষ্ট্রিশন) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সামাজিক জীবনে তিনি অত্যন্ত সদ্বালাপী, দানশীল ও পরহেজগার ব্যক্তি হিসেবে সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি ছিলেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!