খুলনা, বাংলাদেশ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দে‌শের রাজনী‌তি‌তে আওয়ামী লীগ নি‌ষিদ্ধ
  ভারত ও পাকিস্তানে ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’ কার্যকর, সংকট সমাধানে নিরপেক্ষ ভেন্যুতে আলোচনা হবে

শ্যামনগরে পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ, আটক ৬ জনকে জরিমানা ২ লাখ ৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি মাছে অপদ্রব্য পুশের অভিযোগে ৬জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ মে) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার নুরনগর ইউনিয়নে কামারপাড়া বাজারে অভিযান চালিয়ে জেলি পুশকৃত ৫১২ কেজি চিংড়ি জব্দ করে যৌথ বাহিনী।

এসময় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের চিংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর গাজী ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৬জনকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

আটককৃতদের মধ্যে জাহাঙ্গির গাজীকে ১ লাখ, আবুল কাশেম, রনজিত মন্ডল, শশধর গাইন ও তুমুল মন্ডল প্রত্যেককে ২০ হাজার টাকা এবং নজরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত অপদ্রব্য পুশ করা ৫১২ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজিএফআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় ৬জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুশকাজে ব্যবহৃত ময়দা ও সাবুদানা সহ পুশকৃত ৫১২ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করা হয়। এসময় পুশকাজে জড়িত থাকার অভিযোগ ৬ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ করায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়েছে।

অভিযানকালে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. রাদীদ রায়হান, শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার তুষার চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!