খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শ্যামনগরে ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি BUET alumni ও বুয়েট শিক্ষক সমিতির যৌথ আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাটে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেবহাটার কার্য সহকারী আব্দুস সালাম এর সহযোগিতায় সাতক্ষীরা শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে উপদ্রুত এলাকায় পৌছে দেয়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহামান। খাদ্য সামগ্রীর প্যাকেজে রয়েছে চাউল, আলু, আটা, মুসুর ডাল ও সয়াবিন তেল।

গত ২০ মে রাতে সুপার সাইক্লোন আম্ফান তান্ডবে কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এতে নদ-নদীর পানিতে তালিয়ে যায় ইউনিয়নের অধিকাংশ এলাকা। পানিতে ভেসে যায় ফসলের ক্ষেত, মৎস্য ঘের, সাদা মাছের পুকুরসহ অসংখ্য জলাশয়। ধ্বসে পড়ে কাঁচা ঘরবাড়ি। গৃহহীন হয়ে পড়ে এলাকার বহু মানুষ। ভাঙ্গন পয়েন্ট দিয়ে পানি ঢুকে জোয়ার-ভাটা খেলতে থাকে পুরো পদ্মপুকুর ইউনিয়নে। ভাঙ্গন কবলিত এলাকার অসহায় মানুুষ মানবেতর জীবন যাপন করছেন।

বিভিন্ন মাধ্যমে এ খবর জানতে পেরে পদ্মপুকুর ইউনিয়নের অসহায় এসব মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি BUET alumni ও বুয়েট শিক্ষক সমিতি। উপদ্রত এলাকার বানভাসিদের জন্য ভবিষ্যতে তাঁদের সহযোগিতা অব্যহত থাকবে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!