খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

শ্যামনগরে শিশুশ্রম সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

শিশুশ্রম সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং করনীয় বিষয়ক সভা মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় উত্তরণ এই সভার আয়োজন করে।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দারের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,খুলনার মোঃ শাহিনুর রহমান ও জেলা শিশু একাডেমীর সহকারী শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ হুমায়ুন কবীর, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিন হোসেন,
সহকারী বন সংরক্ষন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইব্রাহিম মোল্যাসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে এ্যাডভোকেট, সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, ইউনিয়ন পরিষদ সদস্য, এনজিও প্রতিনিধি এবং কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ ও গাবুরা ব্রিজ স্কুলের শিশু, অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য, শিক্ষক ও কর্মমালিকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, শিশুশ্রম নিরসনের জন্য সরকারের নানামূখী পদক্ষেপ রয়েছে। সরকার তার বিভিন্ন দপ্তরের মাধ্যমে জনগনের সকল ধরনের সেবা নিশ্চিত করার ব্যবস্থা রেখেছে। জনগণকে সে বিষয়ে সচেতন হতে হবে এবং নিজের সেবা আদায় করে নিতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আওতায় ১৬৩৫৭ টোল ফ্রি নাম্বারে কল দিয়ে শিশুশ্রমিকদের বিষয়ে তথ্য দিলে পরিদর্শন কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে ফৌজদারি আইনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া সভায় শিশুশ্রমের বিষয়ে বিভিন্ন সময়ে সরকারের নির্ধারিত আইন ও নীতিমালার বিষয়ে আলোচনা করা হয়।

পরে শ্যামনগর উপজেলায় ইটভাটাসহ সকল ধরনের ঝুঁকিপূর্ন কাজ থেকে শিশুদের বিরত রাখার দাবিতে সমমনা সংগঠন ও শিশুশ্রম প্লাটফর্ম এর মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!