খুলনা, বাংলাদেশ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ সব ব্যাংকে লেনদেন বন্ধ

শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরা-৪ আসনের আওতাধীন যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বিকালে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতায় নকিপুর সরকারি এইচ.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামান।

প্রথম রাউন্ডের এই তৃতীয় খেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-০ গোলে মুন্সিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে দর্শকদের উদ্দেশ্যে সাতক্ষীরা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্র। তারই অংশ হিসাবে সাতক্ষীরা-৪ নির্বাচনী এলাকায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।

এ সময় শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জি.এম লিয়াকাত আলী, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির, সদ্য সাবেক শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর, শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল আরেফিন, রেজাউল ইসলাম, শেখ মেহেদী হাসান বাবু, উপজেলা তাঁতি দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম খোকন প্রমূখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!