সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্তের মাদক চোরাকারবারী জব্বারের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও গাঁজাসহ একই পরিবারের ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী কৈখালীর শৈলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ সময় মূলহোতা মাদক চোরাকারবারী আব্দুল জব্বার পালিয়ে যেতে সক্ষম হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী মাদক চোরাকারবারি জব্বারের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের ঘর থেকে দুই কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৮৯ হাজার ৪০০ টাকা, একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে এ সময়ে মূলহোতা মাদক চোরাকার বাড়ি আব্দুল জব্বার পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদক চোরাকারবারী আব্দুল জব্বারের ভাই আব্দুর রশিদ গাজীর ছেলে লোকমান হোসেন (৩৫), আব্দুল জব্বারের স্ত্রী নুরজাহান বিবি (৩৫) ও আব্দুল জব্বারের মেয়ে সোনালী আক্তার (১৮)। আটককৃতদের সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
খুলনা গেজেট/জেএম