নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে গত ২৬ নভেম্বর থেকে প্রতিদিন কর্মস্থল ছেড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অবস্থান নিচ্ছেন তারা।
বৃহস্পতিবার এই কর্মসূচিতে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহতাউল হক রাজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ভবসিন্ধু মন্ডল, কুদরত এলাহী, ইন্দ্রজিৎ কর্মকার, আব্দুলাহ আল ফারুক প্রমূখ।
বক্তারা নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন পূর্বক স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদানের দাবি জানান। একই সাথে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে না ফেরার হুশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
খুলনা গেজেট/কেএম