সাতক্ষীরার শ্যামনগরে প্রাচীরের উপর থেকে পড়ে নিচে থাকা কাঁচি বুকে বিদ্ধ হয়ে ধীমান মন্ডল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা সদরের বাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ধীমান মন্ডল শ্যামনগর উপজেলা সদরের বাধঘাটা গ্রামের ব্যবসায়ী বাসুদেব মন্ডলের ছোট ছেলে।
নিহতের দিদিমা অর্চনা মন্ডল জানান, মা দুপুরে রান্না কাজে ব্যস্ত থাকার সুযোগে ধীমান রান্নাঘরের পার্শ্ববর্তী ৩-৪ফুট উচু সীমানা প্রাচীরের উপর বসে খেলছিল। একপর্যায় হঠাৎ সে প্রাচীরের উপর থেকে নিচে পড়ে যায়। এসময় মাটিতে বিপজ্জনকভাবে থাকা চুল কাটা কাঁচি শিশুটির বুকে ঢুকে যায়। তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মিলন হোসেন বলেন, ইন্টার্নাল জরুরী আর্টারী কেটে যাওয়ায় অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শদ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট / আ হ আ