খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

শ্যামনগরে পুলিশের সোর্স পরিচয়ে ছিনতাইকালে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সোর্স পরিচয়ে ছিনতাইকালে ডালিম হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (২৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বংশীপুর গ্রামের মিনা মসজিদের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

এসময় জাহিদুল ও বাদশাহ নামের দুই সহযোগী পালিয়ে গেলেও ডালিমকে ধরে ফেলে ছিনতাইকারীদের কবলে পড়া তিন তরুণ। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ছিনতাইকারী ডালিম হোসেন (৩২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের অজিয়ার গাজীর ছেলে। এছাড়া পালিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে জাহিদুল একই গ্রামের হামজার আলী মিস্ত্রি ও বাদশাহ আব্দুর রহিমের ছেলে।

ছিনতাইকারীদের কবলে পড়া উপজেলার মাজাট গ্রামের হাফিজ জানান, পরানপুর গ্রামে বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন তারা। রাত সাড়ে ১১টার দিকে বংশীপুর মিনা মসজিদের সামনে পৌঁছালে তিন যুবক সড়কে ব্যারিকেড সৃষ্টি করে তাদের গতিরোধ করে। এসময় নিজেদের পুলিশের সোর্স পরিচয়ে দিয়ে তাদের কাছে থাকা ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তাদের সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিচয়পত্র দেখানোর কথা শুনে তিন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডালিমকে তারা ধরে ফেলে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান, আটককৃত ডালিমসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতিপূর্বে একই ধরনের অপরাধে জড়িয়ে সে দীর্ঘদিন কারাভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পায়।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!