সমাজের প্রবীনদের অংশগ্রহণে ভিন্নধর্মী এক মিলন মেলায় মুখরিত হল শ্যামনগরের মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্ট। বুধবার সকাল থেকে দিনব্যাপী বয়স্কদের বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতার মধ্যদিয়ে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শৈশবকালের ফেলে আসা বিভিন্ন খেলাধুলায় অংশ নেওয়ায় প্রবীনরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সুশীলন টাইগার পয়েন্টে বয়স্ক জনকল্যাণ প্রকল্পের আওতায় প্রবীণদের দিনব্যাপী বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউকে ভিত্তিক দাতা সংস্থা পেনিএ্যাপিল’র অর্থায়নে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের বান্তবায়নে বয়স্ক জনকল্যাণ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের দুইশতাধিক প্রবীণ ব্যক্তি দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেন।
সুশীলনের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী প্রবীণদের এই মিলন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী ইমরান, প্রকল্প ম্যানেজার লিটন বিশ্বাস প্রমুখ।
প্রতিযোগিতার মধ্যে ছিল বালিশ বদল, মারবেল দৌড়, হাড়িভাঙা, ক্রামখেলা, লুডু খেলা, মাছ ধরা, বল নিক্ষেপ সহ শৈশবকালীন বিভিন্ন ইভেন্ট ইত্যাদি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদেরকে পুরুস্কৃত করা হয়।
খুলনা গেজেট/কেএম