সাতক্ষীরার শ্যামনগরে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত নির্মাণাধীন ঘর দেয়ার নাম করে টাকা নেয়ার সময় ইমান আলী মোড়ল নামে এক ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের জমিদার বাড়ি সংলগ্ন তহশীল অফিসের সামনে থেকে নগদ ২০ হাজার টাকাসহ স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে।
আটক ইমান আলী মোড়ল (৬৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের মোঃ আব্দুল মোড়লের ছেলে।
ভুক্তভোগী নকিপুর গ্রামের মৃত চাঁদ গাজীর ছেলে ভ্যান চালক হতদরিদ্র আব্দুল মজিদ গাজী জানায়, মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের জন্য উপজেলা সদরের বিভিন্ন গ্রামে নির্মাণাধীন ঘর দেয়ার কথা বলে ইমান আলী তার সাথে সখ্যতা গড়ে তোলে। একপর্যায় ঘর দেয়ার জন্য ইমান আলী তার কাছে ২০ হাজার টাকা দাবী করে। এসময় বিভিন্ন সংস্থা থেকে সে ঋণ নিয়ে ২০ হাজার টাকা জোগাড় করে। কিন্তু তিনি ইমান আলীর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ঘটনাটি স্থানীয় এমপি জগলুল হায়দার এর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে অবহিত করেন। পরিকল্পনামতে সন্ধ্যায় টাকা নেয়ার সময় ইমান আলীকে হাতে নাতে আটক করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক প্রতারককে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এ হোসেন