খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

শ্যামনগর থানার যুদ্ধাপরাধীরা

নিজস্ব প্রতিবেদক

ভুরুলিয়া ইউনিয়ন : সোনামুগারী গ্রামের হাজের গাজীর পুত্র বাহার আলী গাজী, মোকিম গাজীর পুত্র হাজের গাজী, সিরাজপুর গ্রামের আরমান গাজীর পুত্র আশরাদ আলী গাজী, গৌরিপুর গ্রামের রূপো গাজীর পুত্র শামসুর গাজী, কাশিপুর গ্রামের শহর আলী গাজীর পুত্র মোহর আলী গাজী, ছিনাতপুর গ্রামের আয়াজ উদ্দিন গাজীর পুত্র গাজীয়ার রহমান, দত্তনগর গ্রামের হাজের গাজীর পুত্র নেছার আলী গাজী, মাজাট গ্রামের কছিম শেখের পুত্র আমীর আলী শেখ, দেউলিয়া গ্রামের বাছতুল্লাহ গাজীর পুত্র লুৎফর গাজী।

কাশিমাড়ী ইউনিয়ন : জয়নগর গ্রামের আলহাজ্ব বাকী পাড়ের পুত্র শের আলী পাড়, মহরম ঢালীর পুত্র আমজাদ ঢালী, কাশিমাড়ী গ্রামের কুরবান মিস্ত্রির পুত্র মোজাম্মেল হোসেন, আবেরুদ্দিন সানার পুত্র আতিয়ার রহমান, বাইন সানার পুত্র আনসার সানা, মোগলাই সানার পুত্র মুনসুর সানা, গোলাম রসুল গাজীর পুত্র কুদ্দুস গাজী, মুনির উদ্দিন গাজীর পুত্র ইনতাজ গাজী, তারিফ সরদারের পুত্র ইউনুস সরদার, নুরালী সরদার, ফয়জুল¬াহ সরদারের পুত্র ইবাদুল সরদার, কেয়ামউদ্দিন গাজীর পুত্র আমজাদ গাজী, আমীর মোড়লের পুত্র আব্দুল করিম মোড়ল, মুনসুর সরদারের পুত্র শামসুর রহমান সরদার, মোজাম সরদার, নূর মোহাম্মদ সরদারের পুত্র আব্দুল করিম সরদার, খালেক সরদারের পুত্র আব্দুল লতিফ সরদার, আফিল সরদারের পুত্র মোসলেম সরদার, একবার মোড়লের পুত্র জামাল মোড়ল, মোমিন সানার পুত্র মোস্তফা দুর্লভ, ইউসুফ সরদারের পুত্র আবুল হোসেন, তারিফ সরদারের পুত্র ইউসুফ মাস্টার, ছদর ফকিরের পুত্র মুনসুর মাওলানা, জব্বার সরদারের পুত্র রুহুল আমিন সরদার, তকিম মোড়লের পুত্র ইব্রাহিম মোড়ল, হাবিবুল্লাহ সরদারের পুত্র মহিউদ্দিন সরদার, তছিম মোড়লের পুত্র আবু সাঈদ, ঘোলা গ্রামের জহির উদ্দিন মোলার পুত্র জনাব মোলা, ফরমান শেখের পুত্র মুনসুর শেখ, জহুর মোল্লার পুত্র মফিজ মোল্লা, জব্বার গাজীর পুত্র কাসেম গাজী, নুরালী গাজীর পুত্র রজব আলী, রহমতুল্লাহ শেখের পুত্র সৈয়দ শেখ, গোলাপ গাজীর পুত্র নাসির গাজী, ওজিয়ার গাজীর পুত্র জবেদ আলী গাজী, ওজিয়ার মোল্লার পুত্র আজিŸর মোল্লা, মোজাহার মোল্লার পুত্র করিম মাওলানা, ইছুপ গাজীর পুত্র ইফাজতুল্লাহ গাজী।

শ্যামনগর ইউনিয়ন : মাহমুদপুর গ্রামের দবির শেখের পুত্র সওকত আলী শেখ, মাস্টার গিয়াস উদ্দিন শেখ, মফেজ ঢালীর পুত্র মোছেপ ঢালী, ফকির গাজীর পুত্র কলিমউদ্দিন গাজী, তাছের গাজীর পুত্র নুরালী গাজী, নুরালী গাজীর পুত্র বাবলু গাজী, চন্ডিপুর গ্রামের বাছতুল্লাহ পুত্র শামসুর।

নুরনগর ইউনিয়ন : রামজীবনপুর গ্রামের আয়জুদ্দিন গাজীর পুত্র গাজী রহমান, নাপিতখালী গ্রামের মান্দার গাজীর পুত্র সোহরাব গাজী, চাউলিয়া গ্রামের নাজের মাহাজনের পুত্র আব্দুল হাই ছিদ্দিক, সানাউল্লাহর পুত্র ফজলুল হক গাজী, তারানীপুর গ্রামের পুটে শেখের পুত্র মুনসুর শেখ, বাসতুল্লাহ শেখ, আজিজ হাসান শেখ, শের আলীর পুত্র সুরত আলী, আখের শেখের পুত্র মোহাম্মদ শেখ, নূরমান মোল্লার পুত্র আফসার মোল্লা, নুরুল ইসলাম গাজীর পুত্র মোহাম্মদ আলী গাজী।

কৈখালী ইউনিয়ন : কৈখালী গ্রামের ওমেদ আলীর পুত্র মুছা কারিকর, বরকতুল্লাহ মোড়লের পুত্র কাশেম মোড়ল, হযরত মোড়ল, রহমান শেখের পুত্র লুৎফর শেখ, রুস্তুম গাজীর পুত্র ইসমাইল গাজী, আশরাদ শেখের পুত্র হযরত শেখ, জমির বক্সের পুত্র কাইয়ুম গাজী, ফরমান গাজীর পুত্র মুনসুর গাজী, মুহম্মাদ গাজীর পুত্র নওসাদ গাজী, আব্দুল গাজীর পুত্র জিয়াদ গাজী।

রমজান নগর ইউনিয়ন : তারানীপুর গ্রামের রজত আলী, শের আলীর পুত্র হাতেম গাজী, কাশেম মোল্লা, নূরমান মোল্লার পুত্র আফসার মোল্লা, নূরুল ইসলাম গাজীর পুত্র মোহাম্মদ আলী, কোমর উদ্দিনের পুত্র জামির আলী, নাসির উদ্দিন মোল্লার পুত্র আমিরুল ইসলাম মোল্লা, আতিয়ার মোল্লা, তারিফ গাজীর পুত্র বোরহান গাজী, সোরা গ্রামের এছম গাজীর পুত্র ইসহাক গাজী, রূপো গাজীর পুত্র নুরুল ইসলাম, জাকির গাজীর পুত্র সোবহান, ফকির গাজীর পুত্র পচাব্দী গাজী, রহিম গাজীর পুত্র আবু রোহান মাস্টার, মোঃ রেজাউল গাজী, মনু তরফদারের পুত্র হাবিবুর, কলিমউদ্দিন, বাছের গাজীর পুত্র রেজাউল গাজী, এলম গাজীর পুত্র মুনসুর গাজী, মাছিম গাজীর পুত্র নুরালী গাজী, সাইফুল্লাহ গাজীর পুত্র সোবহান গাজী, সদর উদ্দিন গাজীর পুত্র গফুর গাজী, গহর গাজী পুত্র আনসার গাজী, তারিফ গাজীর পুত্র শওকত আলী গাজী, ভেটখালী গ্রামের ইসমাইল গাজীর পুত্র গফুর গাজী, মেহের আলী গাজীর পুত্র হযরত গাজী, আক্কাস গাজীর পুত্র নজরুল গাজী।

মুন্সিগঞ্জ ইউনিয়ন : মুন্সিগঞ্জ গ্রামের বসির সরদারের পুত্র মুনসুর সরদার, মাহমুদ সরদার, সামাদ সরদার, গহরালী সরদারের পুত্র করিম সরদার, মান্দার সরদারের পুত্র হামিদ সরদার, বাক্কার সরদার, কুরবান গাজীর পুত্র জিয়াদ গাজী, গহর আলী গাজীর পুত্র কুরবান গাজী, জহর আলী গাজীর পুত্র ফজর আলী গাজী, হচেন বরকন্দাজের পুত্র বাহার বরকন্দাজ, এলাই বক্স গাজীর পুত্র আজিজ গাজী, নাসির উদ্দিন গাজীর পুত্র মহিউদ্দিন গাজী, মরাগাং গ্রামের এফাজতুল্লাহ সরদারের পুত্র ইমদাদুল হক সরদার, পারসেখালী গ্রামের আকবর সরদারের পুত্র ফজলুল হক সরদার।

বুড়িগোয়ালীনী ইউনিয়ন : আবাদচন্ডিপুর গ্রামের দেরাজতুল¬াহ গাজীর পুত্র আব্দুল হোসেন গাজী, জরিপ গাজীর পুত্র সামালী গাজী, ছেপাতুল্লাহ গাজীর পুত্র আজিজ গাজী (কমান্ডার), রাজউল্লাহ গাজীর পুত্র মোনছের গাজী, জবেদ গাজীর পুত্র আনসার আলী গাজী, আয়জুদ্দিন গাজীর পুত্র জুব্বার গাজী, তেছের পাড়ের পুত্র তালেব পাড়, আইয়ুব পাড়ের পুত্র নুরালী পাড়, আরিফ গাজীর পুত্র তমেজ গাজী।

আটুলিয়া ইউনিয়ন : হাওয়ালভাংগী গ্রামের পিয়ার আলী সরদারের পুত্র মহসিন সরদার, নৈসে মোড়লের পুত্র নুরালী মোড়ল, ওসমান সরদারের পুত্র আহম্মদ সরদার, মতিয়ার সরদার, ওজর আলী মুন্সির পুত্র গোলজার মুন্সি, বড়কুপট গ্রামের বরকতুল্লাহ গাজীর পুত্র আনসার গাজী, ছোট কুপট গ্রামের গোরা গাজীর পুত্র মান্দার গাজী, বাছা গাইনের পুত্র মনতাজ গাইন, নওয়াবেঁকী গ্রামের ফটিক মোড়লের পুত্র ফজলু মোড়ল।

পদ্মপুকুর ইউনিয়ন: পাতাখালী গ্রামের আয়জু্িদ্দন গাজীর পুত্র আব্দুস সাত্তার গাজী, করিম বক্স মোড়লের পুত্র জামাত উদ্দিন মোড়ল, আজিজ সরদারের পুত্র নূর মোহাম্মদ সরদার, আজিজ সরদারের পুত্র নূর মোহাম্মদ সরদার, খুঁটিকাটা গ্রামের গোরাই ঢালীর পুত্র হারেজ উদ্দিন ঢালী, হারেজ উদ্দিন ঢালীর পুত্র হাবিবুর রহমান ঢালী, ফেরাজতুল্লাহ ঢালীর পুত্র রাশেদ ঢালী, বেলায়েত মোড়লের পুত্র শামসুর মোড়ল, রহমতুল্লাহ ঢালীর পুত্র আনসার ঢালী, ঝাঁপা গ্রামের অজেদ গাজীর পুত্র মাজেদ গাজী।

গাবুরা ইউনিয়ন : চকবারা গ্রামের ইউছোপ গাজীর পুত্র আব্দুল হোসেন, তরিফ সরদারের পুত্র আব্দুল গনি সরদার, খলিশাবুনিয়া গ্রামের মাছিম গাজীর পুত্র নুরালী গাজী, মোসলেম মোড়লের পুত্র জসিম উদ্দিন মোড়ল, চাঁদনীমুখা গ্রামের মান্দার গাজীর পুত্র লুৎফর রহমান গাজী, ফটিক আলী গাজীর পুত্র ওমর আলী গাজী, আব্দুল গাজীর পুত্র আতিয়ার রহমান গাজী, ওমেদ আলী গাজীর পুত্র আব্দুল খালেক মাস্টার, নাপিতখালী গ্রামের আনসার আলী মোড়লের পুত্র আকবর আলী মোড়ল, খোলপেটুয়া গ্রামের খতিব গাজীর পুত্র গোলাপ গাজী, সোরা গ্রামের নৈমুদ্দিন শেখের পুত্র বেলায়েত আলী শেখ, ডুমুরিয়া গ্রামের ধোনাই তরফদারের পুত্র খতিব সরদার, আহম্মদ তরফদার, গাবুরা গ্রামের পোচা মলি¬কের পুত্র আব্দুল আজিজ মল্লিক, শহর আলী মল্লিকের পুত্র আব্দুল জুব্বার মল্লিক, মতিয়ার রহমান গাজীর পুত্র নজরুল ইসলাম গাজী, মোজাহার সরদারের পুত্র ইমাম আলী সরদার ও হেমায়েত গাজীর পুত্র সাজাহান গাজী।

(তথ্যসূত্র : উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা)




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!