চুয়াডাঙ্গার জীবননগরে টানা কয়েক দিন কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ার পর এবার শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। আগে থেকে আবহাওয়া বার্তা ছিল হতে পারে বৃষ্টি।ভোরের আলো ফোটার পর তীব্র শীতের মাঝে উঁকি দিয়ে দেখা মেলে সূর্যের। কিন্তু তাতে কোনো উত্তাপ ছিল না। বেলা বাড়ার সাথে সাথে আকাশে একটু একটু করে কালো মেঘ জমতে থাকে। দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। এতে ভিজে গেছে পুরো শহর। একে তো হাড় কাঁপানো শীত, তার ওপর আবার বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা। এমন পরিস্থিতিতে জবুথবু হয়ে পড়েছে জীবননগর বাসীর জনজীবন। শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে। ফলে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
বুধবার(২৪ জানুয়ারি) বেলা ২টার দিকে এ উপজেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে রাত ৮টার দিকে শেষ হয়। এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত সপ্তাহে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর থেকে তাপমাত্রার পারদ ক্রমেই নিচে নামতে থাকে। গত শনিবার (২০ জানুয়ারি) এ জেলায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২১ জানুয়ারি) ১০ দশমিক ৭ ডিগ্রি ও সোমবার(২২ জানুয়ারি) ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ গত মঙ্গলবার(২৩ জানুয়ারি) এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি কমে দাঁড়ায় ৬ দশমিক ৬ ডিগ্রিতে। যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আর আজ (বুধবার) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের কারণে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা অফিসার বলেন, আজ বৃষ্টিপাতের কারণে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ছুটি ঘোষণা করা হয়েছে।
খুলনা গেজেট/ এএজে