শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য দুই রান প্রয়োজন ছিল। সেই বল মোকাবিলা করতে গিয়ে অদ্ভুত কাণ্ড করে বসেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ নেওয়াজ। মাহমুদউল্লাহ বল করার পর হুট করে সরে দাঁড়ান নেওয়াজ। শেষ মুহূর্তে বল না খেলে ছেড়ে দেন তিনি, বল লাগে স্টাম্পে।
নওয়াজ দাবি করেন ‘ডেড বল’। আম্পায়ারও ‘ডেড বল’ সঙ্কেত দেন। মাহমুদউল্লাহ ও বাংলাদেশের ফিল্ডাররা শুরুতে একটু প্রতিবাদ করলেও পরে মেনে নেন।
এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ‘আম্পায়ারের সঙ্গে আলোচনা হয়েছে। আমি শুধু জানতে চেয়েছিলাম, ডেড বল ছিল কি না। কারণ শেষ মুহূর্তে নেওয়াজ মুভ করেছে। শুধু এটা আমি জিজ্ঞাস করছিলাম। এটা কি ফেয়ার বল কি না! এর বাইরে কিছু না। আম্পায়ারের কলই ফাইনাল। আমরা আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি।’
টানা তিন জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাবর আজমের দল। এই প্রথম পাকিস্তানের কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আর সবমিলিয়ে দ্বিতীয়বার। এর আগে শেষ ২০১৮ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল লাল-সবুজের দল।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন নাঈম। কিন্তু এই রান করতেই ইনিংসের প্রায় অর্ধেক বল (৫০) খেলেছেন তিনি। ১২৫ রান তাড়া করতে শেষ দিকে সমীকরণ কিছুটা কঠিন হলেও সমীকরণ মিলিয়েছে পাকিস্তান।
খুলনা গেজেট/এএ