শ্রীলঙ্কাকে প্রথম দুই ওয়ানডেতে হারিয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে। গড়া হয়ে গেছে ইতিহাসও। এবার বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ। মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হোয়াইটওয়াশের ম্যাচে টসে হেরে গেছেন তামিম ইকবালের। চলতি সিরিজে এই প্রথম টস হারলেন বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কা টসে জিতে নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।
এক ম্যাচ হাতে রেখেই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচটি জিতলে লঙ্কানদের বিপক্ষে প্রথমবার তো বটেই, সব মিলে ১৫তম হোয়াইটওয়াশ উদযাপন করার সুযোগ পাবে লাল-সবুজ জার্সিধারীরা। এমন ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
পরপর দুই ম্যাচে ব্যর্থ লিটন দাসের পরিবর্তে একাদশে ডুকেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আর সাইফুদ্দিনের বদলী হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন দ্বিতীয় ওয়ানডে ম্যাচেই সাইফুদ্দিনের কনকাশন বদলী হিসেবে বোলিং করেছেন।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
খুলনা গেজেট/এনএম