রাজধানীর শেরেবাংলা নগর থানার পাশে বিএনপি বাজার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই এ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
রবিবার (১৬ এপ্রিল) ৯ টা ৮ মিনিটে এ আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৯ টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুনের খবর পেয়ের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গেলেও তিনটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আমরা মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত আসি। তিনটি ইউনিটের চেষ্টায় ৯টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, বিএনপি বাজার বস্তি ভেতরে একটি ঘরে ঝুটের মালামাল ছিল। সেখানে আগুন লাগার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা ছিল। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হতাহত নেই।
প্রসঙ্গত: এর আগে ঢাকার বঙ্গবাজার, নিউ সুপার মার্কেট ও নবারপুর একটি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। বঙ্গবাজারে সকল দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাছাড়া নিউ সুপার মার্কেটের আগুনেও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
খুলনা গেজেট/কেডি