খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

শেয়ারবাজারকে কোনো শক্তি আর ফেলতে পারবে না : বিএসইসি চেয়ারম্যান

গেজেট ডেস্ক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে। বাজারের স্থিতিশীলতা নিয়ে আর ভয় নেই। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এটার বাস্তবায়ন দেখা যাবে। তখন বড় কোনো শক্তি শেয়ারবাজারকে চেষ্টা করেও আর ফেলতে পারবে না।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ‘রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ পেন্ডেমিক’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

শিবলী রুবাইয়াত বলেন, ‘শেয়ারবাজারে দুষ্ট কোনো শক্তি যেন বিনিয়োগকারীদের নিঃস্ব করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। পাশাপাশি কমিশনও সতর্ক আছে। আমরা বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করছি।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা আরও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) দেব। এতে পুঁজিবাজারের গভীরতা বাড়ছে। তবে যদি কখনো দেখা যায় এতে বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা তা পরিবর্তন করবো। আইপিওর মাধ্যমে দেশের বড় বড় ব্যবসায়ীরা তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ক্যাপিটাল মার্কেট থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা সাশ্রয়ী করবে।’

শিবলী রুবাইয়াত বলেন, ‘লেনদেনের কারণে আজকে দেশের উভয় শেয়ারবাজারে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। লেনদেনের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড হতে পারে।’

কমিশন চেয়ারম্যান বলেন, ‘আমরা যখর দায়িত্ব গ্রহণ করি তখন কোভিড শুরু হয়েছে। তখন পুঁজিবাজার আড়াই মাস বন্ধ ছিল। এরমধ্যেও আমরা কাজ করেছি। মূলত অর্থনীতিকে সচল রাখতে কাজ করেছি। সরকার করোনার সময়ে সাপ্লাই চেইনে যে দূরদর্শিতা দেখিয়েছে তা আমরা এখন বিভিন্ন সূচকের মাধ্যমে দেখতে পারছি। আমরা অর্থনৈতিকভাবে সফলতা পাচ্ছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম।

প্যানেল বক্তা ছিলেন আনোয়ার গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মানোয়ার হোসেইন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. সাইদুর রহমান এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেলসহ আরও অনেকে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!