খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশ এগিয়ে নিতে হবে : শ্রম প্রতিমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সাম্রাজ্য শক্তির দালালেরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে। তারা হত্যা করেছে যুব সমাজের কণ্ঠস্বর ফজলুল হক মনিকে। তিনি বলেন এদেশে হত্যার রাজনীতি শুরু করে জিয়াউর রহমান। ক্রু করে ক্ষমতায় এসে জিয়াউর রহমান গণতন্ত্রের কথা বলেন। আর তার স্ত্রী গণতন্ত্রের জন্য মায়া কান্না করেন। খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আজকের এই শোকসভা থেকে আমরা শপথ নেই যত প্রকার ষড়যন্ত্র আসুক সকল ষড়যন্ত্র ছিন্নভিন্ন করে আগামী নির্বাচনে পঞ্চম বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে খানজাহান আলী থানার ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ফুলবাড়িগেট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র মেইন গেটের সামনে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, শ্রম সম্পাদক শেখ ইউনুস আলী, খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, মহানগর যুবলীগ নেতা ও যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, আওয়ামীলীগ নেতা সুরুজ্জামান হানিফ, মাস্টার শাহাজান হাওলাদার, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম লিয়াকত আলী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহন্মেদ, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কেসমত আলী, খান জাহানআলী থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, শ্রমিকলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু হেনা বাবলু নূর মোহাম্মদ মুন্সী, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন, সাহারা জলি, রফিকুল ইসলাম যোগীপোল ইউপি সদস্য আমজাদ শেখ প্রমুখ।

শোক সভা পরিচালনা করেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!