খুলনা, বাংলাদেশ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ১০ মার্চ, ২০২৫

Breaking News

  মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের ৭ দিন এবং বাকি ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর
  রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
শেখ কামাল স্মৃতি সংসদ খুলনার উদ্যোগে

শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ক্রীড়া প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল স্মৃতি সংসদ খুলনার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর পিসি রায় রোডস্থ শিকদার গফ্ফার টাওয়ারের ক্লাবের নিজস্ব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মাদ রফিকুল ইসলাম।

শেখ কামাল স্মৃতি সংসদ খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন একজন স্বাপ্নিক তরুণ। বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে প্রচলিত সনাতনী ক্রীড়া-উন্নয়ন ধারনা থেকে বেরিয়ে এসে তিনি বাংলাদেশের আধুনিক ও আন্তর্জাতিকমানের ক্রীড়া প্রবর্তনে প্রয়াসী হয়েছিলেন। ব্যক্তিগত প্রজ্ঞা ও নিজস্ব ক্রীড়া ভাবনায় এদেশে আধুনিক ফুটবলের পথিকৃৎ তিনি। আগস্ট মাসে শেখ কামালকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলে দেওয়া হয়েছিল। শেখ কামাল বেঁচে থাকলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও অনেক আগেই ভালোভাবে উল্লেখযোগ্য ভূমিকা পেতে পারতো।

উক্ত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন, অ্যাডভোকেট তারিক মাহমুদ তারা, অ্যাডভোকেট পাপ্পু, অ্যাডভোকেট খোরশেদ আলম, এ মনসুর আজাদ, নুরুল ইসলাম খান কালু, সমীর কৃষ্ণ হীরা, মরতুজা শেখ, শেখ হেমায়েত উল্লাহ, সুজন আহমেদ, শফিকুর রহমান, শিহাব উদ্দিন, আলাউদ্দিন নাসিম, ফুটবল কোচ মনির শেখ ও সাইফুল্লাহ, মহসীনসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!