খুলনা, বাংলাদেশ | ১০ ফাল্গুন, ১৪৩১ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  মানবতাবিরোধী অপরাধ : জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার
  খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি ২ মার্চ
  প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

শেখ কামালের জন্মদিনে বিসিবিতে দোয়া ও খাদ্য বিতরণ

ক্রীড়া প্রতিবেদক

৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে, ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বুধবার পবিত্র কোরআন শরীফ পাঠ, বিশেষ মোনাজাত এবং দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশেষ এই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া খালেদ মাহমুদ সুজন, ইসমাইল হায়দার মলি¬ক, জালাল ইউনুসসহ বেশ কয়েকজন পরিচালকও উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সে মোনাজাতে অংশ নেওয়ার আগে বোর্ড সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেছেন, ‘দেশ ও বিদেশে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আজ যে সাফল্য, এর সূচনা হয়েছিল কামাল ভাইয়ের মাধ্যমে, এই ব্যাপারে কারো কোনও সন্দেহ নেই। ১৫ আগস্ট, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আধুনিক খেলাধুলাকে বাংলাদেশে পরিচিতি এনে দিয়েছেন কামাল ভাই। আজকের এই দিনে তার আত্মার মাগফেরাত কামনা করছি। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন।’

এরপরই মোনাজাতের মাধ্যমে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচি সমাপ্ত হয়। এর আগে বিবিরি পরিচালকেরা দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন।

জালাল ইউনুস শেখ কামালকে স্মরণ করতে গিয়ে বলেছেন, ‘তার মতো সংগঠক পাওয়া ভীষণ কঠিন। ভবিষ্যতে তার মতো ক্রীড়া সংগঠক আমরা কখনোই পাবো না। তিনি আমাদের ক্রীড়াঙ্গণের দিশারী ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তার বক্তব্যে বলেছেন, ‘আজকে বাংলাদেশের খেলাধুলা এতটা জনপ্রিয়তা পেয়েছে শেখ কামালের মাধ্যমে। তার মতো একজন ছিল বলেই আবাহনীর মতো ক্লাবের জন্ম হয়েছে। তার জন্মদিনে তাকে আমরা স্মরণ করছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!