অভিষেক হওয়া তানভিরের উপর আস্থা রাখলেন সাকিব আল হাসানও। সেটার প্রতিদান দিতে তরুণ এই স্পিনার সময় নিলেন মোটে তিন বল। তানভিরের রাউন্ড দ্য উইকেট ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন ফিল সল্ট। ব্যাটে-বলে করতে না পারা সল্ট খানিকটা বেরিয়ে এসেছিলেন। সুযোগটা লুফে নিয়ে সল্টকে স্টাম্পিং করেন লিটন দাস। প্রথম ওভারেই সল্টকে ফিরিয়েছেন তানভীর।
আরও পড়ুন : ইংল্যান্ডকে ১৫৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
অভিষেক ম্যাচে শুরুতেই উইকেট তুলে নেন তিনি। প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন ডেভিড ম্যালান, এক বল পরই তানভীরের শিকার ফিল সল্ট। রাউন্ড দা উইকেট থেকে করা বলটা টার্ন করে বেরিয়ে যাচ্ছিল, ড্রাইভ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছেন সল্ট।
উইকেটের পেছনে বাকি কাজটা সেরেছেন লিটন, প্রথম ওভারেই প্রথম আন্তর্জাতিক উইকেটের দেখা পেয়ে গেলেন তানভীর। এরপর করেছেন এক হাতে মুখ চেপে আরেক হাতে আঙুল উঁচিয়ে করা উদ্যাপন, যে উদ্যাপন নিয়মিত দেখা গিয়েছিল সর্বশেষ বিপিএলে।
টস হেরে হোয়াটওয়াশের মিশনে নামা বাংলাদেশ শেষ টি-টোয়েন্টিতে থামে ২ উইকেটে ১৫৮ রানে।
খুলনা গেজেট/এমএম