প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ওয়ানডেতেও মুস্তাফিজের হাত ধরে প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিউই ওপেনার উইল ইয়ংকে ফিরিয়েছেন তিনি। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। ফিন অ্যালেনকেও ফিরিয়েছেন কাটার মাস্টার। ১৫ বলে ১২ রান করেন তিনি।
৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রানে ব্যাট করছে নিউজিল্যান্ড। ক্রিজে চ্যাড বোয়েসের সঙ্গী হেনরি নিকোলাস।
চোট থাকায় আজকের ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।
নুরুল হাসান সোহানকেও এই ম্যাচে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। দ্বিতীয় ওয়ানডের একাদশে আছেন হাসান মাহমুদ। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নাসুম আহমেদ, খালেদ মাহমুদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
খুলনা গেজেট/এমএম