মাউন্ট ম্যাঙ্গানুইয়ে মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরি এবং পরের তিন ব্যাটসম্যানের ফিফটিতে তুলেছে ৪৩১ রান। জবাব দিতে নামা পাকিস্তান দ্বিতীয় দিন শেষ বেলায় প্রথম ইনিংস থেকে ১ উইকেট হারিয়ে তুলেছে ৩০ রান। পিছিয়ে আছে ৪০১ রানের বিশাল ব্যবধানে।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরুতেই পাকিস্তান পেসার শাহিন আফ্রিদির তোপে দুই ওপেনারকে হারায়। টম ল্যাথাম ও টম ব্লান্ডেল ফিরে যান যথাক্রমে ৪ ও ৫ রান করে। তিনে নামা উইলিয়ামসন জুটি বাধেন শততম টেস্ট খেলতে নামা রস টেইলরের সঙ্গে। দু’জনে যোগ করেন ১২০ রান। রস টেইলর ৭০ রান করে শাহিন আফ্রিদির বলে ফিরে যান।
ক্রিজে থাকা অধিনায়ক উইলিয়ামসন এবার জুটি গড়েন হেনরি নিকোলাসের সঙ্গে। তারা গড়েন ১৩৩ রানের জুটি। ফিফটি পাওয়া নিকোলাস সাজঘরে ফেরেন ৫৬ রান করে। তাকে তুলে নেন তরুণ পেসার নাসিম শাহ। ছয়ে নামা কিউই ব্যাটসম্যান বিজে ওয়াটলিংও তুলে নেন ফিফটি। তার ব্যাট থেকে আসে ৭৩ রান। কেনের সঙ্গে ঠান্ডা মাথার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বড় জুটি হওয়ার আগেই অবশ্য কিউই অধিনায়ক ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি করে আউট হয়ে ফেরেন। ইয়াসির শাহ তাকে ১২৯ রানে সাজঘরে ফেরান।
ততক্ষণে বড় রান তুলে ফেলেছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত মিশেল সাটনার ১৯ এবং জেমিসন ৩২ রান করলে বিশাল রান চাপায় পড়ে পাকিস্তান। শেষ বেলায় ব্যাট করতে নেমে তারা আবার হারায় ওপেনার শান মাসুদকে। তিনি জেমিনসনের বলে ১০ রান করে ফিরে যান। পরে নাইট ওয়াচম্যান মোহাম্মদ আব্বাসকে নিয়ে দিন শেষ করেন ১৯ রানে অপরাজিত থাকা ওপেনার আবিদ আলী। পাকিস্তানের হয়ে প্রথম ইনিংসে শাহিন আফ্রিদি নেন ৪ উইকেট। লেগ স্পিনার ইয়াসির শাহ তুলে নেন ৩ উইকেট।
খুলনা গেজেট/এ হোসেন