খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

শুভেন্দুর ‘বাংলাদেশ কার্ড’ মানতে নারাজ পশ্চিমবঙ্গবাসী

কলকাতা প্রতিনিধি

এতদিন পর্যন্ত দলবদলকারী শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি ও তার ভাই‌পো অভিষেক ব্যানার্জিকে ব্যাপক আক্রমণ করেছেন বিভিন্ন জনসভায়। এবার তিনি ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ কার্ড খেললেন কেবল হিন্দু ভোটকে মেরুকরণ করার জন্য । কিন্তু তার এই কার্ড খেলাটাকে পশ্চিমবঙ্গবাসী মানতে নারাজ বলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল মনে করছেন।

রাজনৈতিক পর্যবক্ষেকরা মনে করেন বিজেপির প্রার্থী হতে গেলে হয় তাকে তৃণমূল থেকে আসতে হবে, দ্বিতীয় যোগ্যতা হল তাকে বলিউড অথবা টলিউডের চিত্রতারকা হতে হবে। আর এই প্রার্থী করতে গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির বিক্ষোভ- ক্ষোভ, রাস্তা অবরোধ , রেল অবরোধ বেড়েই চলেছে। আদি বিজেপি আর নব্য বা দল-বদলু বিজেপির মধ্যে প্রকাশ্যে কোন্দল চলে এসেছে। খোদ বিজেপির কলকাতার হেস্টিংসের অফিসের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রতিদিনই হচ্ছে । সেই ক্ষোভ সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছে দল ।

শুভেন্দু অধিকারী যেদিন শুনলেন মমতা ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন সেদিন কিন্তু শুভেন্দু বলেছিলেন যে, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে দাঁড়ালে তাকে পঞ্চাশ হাজার ভোটে হারাব। সেই চ্যালেঞ্জ কি ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে? এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন । এখন নন্দীগ্রামে বাম- কংগ্রেস- আই এস এফের সংযুক্ত মোর্চার প্রার্থী উচ্চ শিক্ষিতা মীনাক্ষী মুখার্জি কি ঘুম কেড়ে নিয়েছেন? কেন না মীনাক্ষী এলাকার প্রচারে তারুণ্যের ঝড় তুলেছেন। মীনাক্ষী যেন তার প্রচারে একটি যৌবনের ঢেউ এনেছেন। আর এইখানেই কিন্তু শুভেন্দুবাবুদের উদ্বেগের কারণ। রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের যেই বা যিনিই বিজেপিতে আসছেন তারা যোগদান করার পর বলছেন তৃণমূল ক্ষমতায় থাকলে বা এলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাবে।

রাজনৈতিক মহলের ম‌তে, ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে বাংলাদেশের জন্ম হয়েছে। যে দেশের স্বাধীনতার বয়স পঞ্চাশ, এই পঞ্চাশ বছরে কি পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হয়েছে? যখন এরা তৃণমূলে ছিলেন তখন এগুলো বলেননি কেন?

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি-কালিম্পঙ পর্যন্ত মোট জনসংখ্যার ৪০ শতাংশ নেপালী। দার্জিলিঙ-এর ভূমিপুত্র লেপচারা আজ সিকিমে। আর নেপালের গোর্খারা এসে তারা দার্জিলিংকে গোর্খা প্রদেশ দাবি করছে । পৃথক গোর্খা ল্যাণ্ড হওয়ার পর তাদের দাবি তাদের গোর্খাল্যাণ্ড নামে আলাদা রাষ্ট্র দিতে হবে। তারপরও সেই গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে এক সময় বিজেপির ভালো সম্পর্ক ছিল। এখন সেই সম্পর্ক সুবাস ঘিসিং- এর জি এন এল এফের সঙ্গে । তার বেলা? হিন্দু ভোটকে মেরুকরণ করতে যে ” ‘বাংলাদেশী কার্ড’ খেলেছেন শুভেন্দু বাবু তা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বরদাস্ত করতে চাইছেন না। আর একথা মনে রাখা দরকার, বাংলাদেশ কিন্তু আর সেই জায়গায় নেই যে তাকে কলকাতা বা পশ্চিমবঙ্গে আসতে হবে। বাংলাদেশের মানুষ কলকাতা কোনো দখলদারি করতে আসে না। তারা আসে চিকিৎসার জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য । তারা না এলে কলকাতার নিউমার্কেট কানা হয়ে যাবে কিংবা নার্সিংহোমগুলো কানা হয়ে যাবে। এই সত্য দাবিটা স্বয়ং পশ্চিমবঙ্গের মানুষেরও ।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!