বাগেরহাটের মোরেলগঞ্জে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হয়েছেন শ্রমিক। বুধবার সকালে বারইখালী ইউনিয়নের তাফালবাড়ি এলকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ওই শ্রমিক নাসির সওদাগার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজর বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূ্ত্রে জানা গেছে, কর্মসৃজন কর্মসূচী শ্রমিক কজে নিয়োজিত ছিলেন নাসির সওদাগার। বুধবার সকালে বারইখালী ইউনিয়নের তাফালবাড়ি গ্রামে রাস্তায় মাটির কাজ করছিলেন তিনি। শৈত্যপ্রবাহে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন তিনি। কিন্তু অসতর্ক থাকায় পরিহিত কাপড়ে আগুন লেগে যায়। নাসিরের চিৎকারে সহযোগীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগুনে তার শরীরের ৩০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ বর্ণ ইউনিটে প্রেরণ করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামাল হোসেন মুফতি বলেন, অগ্নিদগ্ধ শ্রমিক নাসিরের শরীরের বিভিন্নস্থানে পুড়ে গেছে। শরীরের ৩০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আউয়াল খান মহারাজ জানান, দগ্ধ শ্রমিক নাসির সওদাগার ৪০ দিনের মাটির কাজ করছিলো। এ সময় সে অগ্নিদগ্ধ হয়। তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড