খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

শিশুদের সাথে সবসময় ইতিবাচক আচরণ করতে হবে: কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, শিশুরা হচ্ছে অনুকরণপ্রিয়, অভিভাবকদের জীবনযাপনের প্যাটার্ন অনুযায়ী শিশুরা বেড়ে ওঠে। সেজন্য শিশুদের সামনে অভিভাবকদের সবসময় ইতিবাচক আচরণ করতে হবে। আমাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে অভিভাবক হিসেবে এগুলো খেয়াল করতে হবে। প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে শিশুরা যাতে খারাপ কনটেন্ট এর দিকে ঝুঁকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা বাবা-মা এবং শিক্ষকদের কথা শুনবে। বড়দেরকে সম্মান এবং শ্রদ্ধা করবে। প্রত্যেকটি শিশু আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে। কোন শিশু অংকে ভালো, কেউবা বাংলায়, কেউ হয়তো বিজ্ঞানে ভালো, কেউবা গান-কবিতায়, কেউ দৌড়ে ভালো, কেউবা সাঁতার কাটায়। কাজেই শিশুদেরকে সবজান্তা বানানোর অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় লিপ্ত না হওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

তিনি ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মনীষীদের বই পড়া, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করার জন্য উৎসাহ প্রদান করেন।

এ সময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই অতিঃ দায়িত্বে পিওএম) মেরিনা আক্তার-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!