খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শিল্পী আবিদের ১৩তম প্রয়াণবার্ষিকী আজ

গেজেট ডেস্ক

সঙ্গীত জগতের নতুন প্রজন্মের উপমা ক্লোজ-আপ ওয়ান তারকা, নন্দিত তরুণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার’র ২৯ জুলাই ১৩তম প্রয়াণবার্ষিকী। ক্ষণজন্মা এই শিল্পী ২০১১ সালের এই তারিখে কক্সবাজার সমুদ্র সৈকতে এ অনাকাক্সিক্ষত দুর্ঘটনাং পতিত হয়ে সলিল সমাধিতে প্রাণ হারান।

শিল্পী হিসেবে আবিদ ছিল অত্যন্ত বিনয়ী, রুচিশীল ও সাবলীল কণ্ঠের অধিকারী। ছাত্র হিসেবেও তাঁর কৃতিত্বের সাক্ষর আমাদের বিমোহিত করে। আবিদ স্বপন দেখতেন এক নতুন বাংলাদেশের। তাঁর উচ্চারণের ছিল “আমি গান করি দেশের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য।”

দেশের সংস্কৃতি অঙ্গনে যখন নানা টানা-পোড়েন, আর জন্মভূমির মাটি থেকে নতুন প্রজন্ম বিচ্ছিন্ন হতে শুরু করেছে, তখন এক দায়বদ্ধতা ও সম্ভাবনা নিয়ে সঙ্গীতাঙ্গনে আবিদের উপস্থিতি লক্ষণীয়। আবিদের জন্ম এই মাসের ‘৮ জুলাই ১৯৮৯। মাত্র ২৫ বছর বয়সে আবিদের প্রয়ান ঘটে। তাঁর মৃত্যুতে অগণিত ভক্তশ্রোতা, দেশপ্রেমিক মানুষ শোকে বিহ্বল হয়ে পড়েন। শিল্পী আবিদ স্মৃতি পরিষদ শিল্পীর স্মরণে ‘শিল্পী আবিদ উৎসব’সহ, নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং তাঁর সমাধিস্থল দৌলতপুর মহেশ্বরপাশা শিল্পীর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে শিল্পীকে স্মরণীয় করে রেখেছে।
শিল্পী আবিদের রবীন্দ্রসঙ্গীতসহ ৫টি এ্যালবাম প্রকাশিত আছে। তিনি বিভিন্ন দেশেও সঙ্গীত কনসার্টে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!