প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা মহীয়সী নারী শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় শিরোমণি বাজার ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে রবিবার এশা বাদ শিরোমণি বাজার কেডিএ মার্কেট চত্ত্বরে স্মরণসভা ও দোয়াা মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল ওহাব এর সভাপতিত্বে কমিটির আহবায়ক মোঃ আজাদ সরদার ও সদস্য সচিব শেখ সামসুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ আকতার হোসেন, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, কাজী আজাদুর রহমান হিরোক, মুফতি আব্দুল জব্বার, মোল্যা আব্দুস সাত্তার, ইউপি সদস্য হুমায়ুন কবির, শেখ রুহুল আমিন, এনামুল হক লিটন, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ, শেখ আব্দুল হামিদ, শেখ হাবিবুর রহমান, কাজী মঈনূল কবির, কাজী মনিরুল ইসলাম প্রিন্স, মোঃ শাহিনুর রহমান, শেখ নুর ইসলাম, মোঃ জালাল হোসেন, আনিসুর রহমান, মীর আঃ রউফ, মোঃ আরিফ হোসেন, শেখ শাহিদ হোসেন, মিয়া খলিলুর রহমান, মোঃ বিপ্লব হোসেন, হাবিবুর রহমান মিন্টু, শেখ শহিদুল্লাহ, শেখ ফরিদ হোসেন, শেখ লাভলু, গাজী জাকির হোসেন সানি, শেখ আব্দুল ওহাব, সরদার খোরশেদ, আঃ রাজ্জাক, আঃ হামিদ, শেখ জলিল, শেখ মঈন, মান্দার মল্লিক, শেখ আসাদুজ্জামানসহ খানজাহান আলী থানা এলাকার সকল সাংবাদিকবৃন্দ।
স্মরণসভা শেষে রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ আতাউর রহমান।
খুলনা গেজেট/এনএম